ধামরাইয়ে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার ধামরাইয়ে হার্ডিঞ্জ স্কুল মাঠ পাঙ্গনে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে খেটে খাওয়া দিনমজুর দের মাঝে নিত্য
প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সাড়া বিশ্বের করোনা ভাইরাস আতংকে বাংলাদেশে আসা ভাইরাসের কারনে। সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। আসুন আতংকিত না হয়ে সচেতন ও সতর্ক হই করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা করি।
বুধবার হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক লোকজনের মাঝে এ দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ (উত্তর) সাইদুর রহমান, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল তাহমিদুল ইসলাম, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান, কাউলিপাড়া তদন্ত কেন্দ্রের আইসি রাসেল মোল্লাসহ প্রমুখ।