সাভারের রেডিওকলোনি এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে গনসমাগম ও গনসচেতনতার বৃদ্ধির লক্ষে 'সাপ্রেমিকস'র সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ
নিজেস্ব প্রতিবেদকঃ
সাভার পৌর রেডিও কলোনি বউ বাজার এলাকায় করোনা ভাইরাস প্রতিরোরোধ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ করা হয়েছে।
সরকারি নির্দেশ পালন করতে বিভিন্ন দোকান পাট, বাজার ও তার আশেপাশে গনসমাগম বন্ধ করতে ও করোনা ভাইরাস প্রতিরোধে গনসচেতনতার বৃদ্ধির লক্ষে এ সংগঠনের উদ্যোগ গ্রহন।
রেডিওকলোনি নয়াবাড়ী এলাকায় শুক্রবার রাতে সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির উদ্যোগে সেচ্ছাসেবী হিসেবে এগিয়ে এসেছেন যুব সমাজ,ব্যবসায়ী,এলাকার গন্যমান্য বক্তিবর্গগন।
সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির আহবায়ক শেখ এ কে আজাদ ও যুব সমাজের সুমন উদ্যোগ গ্রহন করলে সচেতন মহল করোনা প্রতিরোধে সেচ্ছাসেবী সংগঠনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
রেডিওকলোনিসহ নয়াবাড়ীর বিভিন্ন এলাকায় এর সচেতন বৃদ্ধি লক্ষে কাজ করবে সংগঠনটি।
সরকারী নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনিক সহযোগিতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।