কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে জেলা স্বেচ্ছাসেবক দলের খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যােগে করোনা ভাইরাসের সংক্রমন রোধে কর্মহীন হয়ে পড়া স্বপ্ল আয়ের সাধারণ মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন করা হয়েছে।
শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে প্রাথমিক ভাবে স্বল্প আয়ের একশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান খান মুন্না, সহ-সভাপতি এড. মাহিদুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক খন্দকার আপেল মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুবুর রহমান সোহেল, আবুল খায়ের সোহাগ, নাছির সরকার, মিলন প্রধান, রাজিবুল বেপারী, শারফুল ইসলাম, রাশেদুল ইসলাম নয়ন, মনজুর হাসান মি্টু, জাহাঙ্গীর ফকির, ডাঃ মোহাম্মদ আশরাফুল, হুমায়ুন কবির, জাকিরুল ইসলাম জিকু, আবু বাক্কার, জামিল হাসান, ফোরকান উদ্দিন, শ্যামল ভূঁইয়া, শরাফত আলী ও জিয়াউল ইসলাম জুয়েল রানা প্রমূখ।
।