সাভারে করোনা সন্দেহে ১ জন আইসোলেশনে ভর্তি,রক্ত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য এখন ঢাকায়
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারে করোনা ভাইরাস সন্দেহে এ পর্যন্ত ১৪০ জনকে চিকিৎসা প্রদান করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এর মধ্যে ১১০ জনকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন, একজনকে করোনা সন্দেহে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র আইসোলেশনে ভর্তি করা হয়েছে।তার রক্ত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখনো ৩০ জন হোম কোয়ারান্টাইনে রেখে চিকিৎসা প্রদান করে আসছে স্বাস্থ্য কমপ্লেক্সে ।
আজ রবিবার ৫ এপ্রিল সকালে সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা।
তিনি বলেছেন যারা হাঁচি কাশি ঠান্ডা,ডায়াবেটিস রোগে ভোগছেন তারা যেন ঘরের ভিতর থেকে বেড় না হোন।