সাভার পৌরসভার সকল এলাকা ১ দিনের লকডাউন
নিজস্ব প্রতিবেদকঃ
সাভারের পৌরসভা এলাকার সকল দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও কাঁচা বাজার বন্ধ ঘোষনা করেছেন পৌর কর্তৃপক্ষ। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে মেয়র হাজী আব্দুল গণি জানিয়েছেন।
সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি জানান, করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারী স্বাস্থ্য নির্দেশ মানছেন না কেউ। এর ফলে করোনা সংক্রমন হওয়ার সম্ভাবনা প্রকট আকার ধারণ করতে পারে সামনের দিকে। তাই একদিনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সাভারে ঘটে যাওয়া রানাপ্লাজা ধ্বসের ২৪ এপ্রিল। এ দিন রানাপ্লাজায় শ্রদ্ধা জানাতে প্রচুর লোকের সমাগম হয়। এর ভীর এড়াতে শুধু একদিনের জন্য এ আদেশ বলবৎ থাকবে।
জরুরী কাজে হাসপাতাল, ফার্মেসীসহ সকল সেবা চালু থাকবে।