করোনায় লকডাউম হয়ে অসহায় ও রোজা উপলক্ষে সাভারে ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরণ করলেনঃ ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদককেঃ
করোনায় লকডাউনে অসহায় ও রোজা উপলক্ষে
সাভারে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে সাভার পাবলিক লাইব্রেরী এলাকায় নিজস্ব অর্থায়নে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী।
এর আগে বৃহস্পতিবার একই এলাকায় প্রায় তিন’শ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এ ব্যাপারে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিতেই এমন উদ্যোগ। করেনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের জন্য এ ধরনের বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে খাদ্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে দুস্থ ও অসহায় পরিবারগুলো। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, পিঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।
সাভারে অসহায় ও দুস্থদের পাশে আওয়ামীলীগ নেতা মাসুদ চৌধুরী