রমজানে সাভারের কাউনদিয়ায় এলাকায় দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিলেন সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক,জিল্লু ও আজাদ,সাভারঃ
সারাবিশ্বে মহামারি আকার ধারন করা মরনঘাতি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে একটানা লকডাউনের কারণে ঘরবন্দী থাকা ও রমজান উপলক্ষে দুঃস্থ, হতদরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার তুলে দেন সাভার উপজেলার কাউনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খান।
শনিবার (২৫) এপ্রিল দুপুরে নিজ এলাকা কাউনদিয়াতে সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খান তার নিজ উদ্যোগে ১৫০ শতাধিক পরিবারকে মাহে রহমান উপলক্ষ্যে ৭ দিনের খাদ্য সহায়তা দিয়েছেন তিনি।
এ সময় সামাজিক দুরত্ব মেনে খাদ্য সামগ্রী নেন এলাকাবাসী। রমজান মাসের খাদ্য সামগ্রী পেয়ে খুশি হন এলাকার হতদরিদ্র এসব লোকজন।
সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বলেন, করোনা করোনাভাইসের কারনে অনেকের কোন কাজ নেই। তাই আমার এলাকা কাউনদিয়াতে মাহে রমজান উপলক্ষ্যে ১৫০ টি পরিবারকে ৭ দিনের খাদ্য সামাগ্রী তুলে দেয়া হয়েছে । এরপর দ্বিতীয় দফায় ফের এসব পরিবারকে চাল, ডাল, তেল, সেমায়, চিনি, লবন, আলুসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হবে। যাতে তারা কোন কষ্ট না করে খাদ্যের অভাবে।
উল্লেখ্য,করোনা ভাইরাস মোকাবেলায় ১২০০ শতাধিক পরিবারের মাঝে বিভিন্ন সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।তার নেতাকর্মীকে নিয়ে এলাকায় অসহায় কৃষকের ৫ বিঘা ধান কেটে দিয়েছেন।