মৃত্যুর পূর্বে প্রবাসীর মাকে নিয়ে হৃদয়স্পর্শী স্ট্যাটাস "মায়ের হাতটা আমার মাথায় রাখলে আমি অর্ধেক ভাল হয়ে যেতাম"!
ডেক্স সংবাদঃ
সৌদি আরব প্রবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু। মৃত্যুর আগে তার ফেসবুকে লিখেন':-এই রকম প্রচন্ড জ্বরে কপালের উপর মায়ের হাতটা রাখলেই অামি অর্ধেক ভাল হয়ে যেতাম, অাজ মা অনেক দূরে। দোয়ার দরখাস্ত রহিল।'
ঠিক চৌদ্দ দিন পূর্বে এভাবে নিজের ফেইসবুক টাইম লাইনে স্ট্যাটাস দিয়ে অসুস্থ হওয়ার বিষয়টি জানান দিয়েছিলেন ফটিকছড়ির সৌদি অারবের দাম্মাম প্রবাসী মিজানুল আলম।
স্ট্যাটাস দেয়ার ঠিক কয়েকদিন পর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি দাম্মাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। বিগত পাঁচদিন যাবৎ তিনি হাসপাতালের অাইসিইওতে ছিলেন। তার সাথে পরিবারের কারো সাথে অার যোগাযোগ করা সম্ভবপর হয়নি। অাজ হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে থাকা তার চাচা ফজলুল অালমকে জানায়, মিজান সাড়ে নয়টার দিকে মারা যান (ইন্নালিল্লাহী..রাজিউন)।
মিজানুল অালম ফটিকছড়ির লেলাং ইউনিয়নের উত্তর ঘোপালঘাটা গ্রামের মৃত মো.ইউনুসের দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।
মিজানুল অালম অাওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক সহযোদ্ধারাসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দূর প্রবাসে অসুস্থ হয়ে যখন কাতরাচ্ছিলেন, তখন মায়ের সাথে সাথে ছয় মাস বয়সের শিশুপুত্রের কথা মনে করে করে কাঁদছিলেন মিজান।
কারণ প্রবাসে থাকায় ওই সন্তানকে যে জন্মের পর থেকে নিজ চোখে দেখাও হয়নি। মিজানের রেখে যাওয়া দুই পুত্র সন্তান অার এক কন্যা বাবা হারানোর পাশাপাশি বাবার লাশটিও হারিয়ে ফেলেছে। কারণ লাশটিও যে দেশে এনে মাটি দেয়ার কোন সুযোগ নেই।