শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব আনিছুর রহমান দুই হাজার পরিবারের মাঝে খদ্য সামগ্রী বিতরণ
মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর, (গাজীপুর):
বিশ্বব্যাপী এক আতংকের নাম করোনা ভাইরাস। করোনা মহামারীর কারণে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাংলাদেশেও করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণের বিস্তার ঠেকাতে নেওয়া হয়েছে বিভিন্ন রকম পদক্ষেপ। এ অবস্থায় ঘর থেকে বের হতে পাচ্ছে না জন সাধারণ। সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষেরা সাময়িক দূর্ভোগে পড়েছে। এই দূর্ভোগ থেকে তাদের পরিত্রাণের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে সকল শ্রেণির অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রীর বরাদ্দ।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কর্মহীনতা লক্ষে শ্রীপুরে পৌরসভার বার বার নির্বাচিত মেয়র আলহাজ্ব আনিছুর রহমান নিজে গাড়ী করে বাড়ী বাড়ী গিয়ে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ২০০০হাজার হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল ও আলু এর প্যাকেট সামগ্রী বিতরণ করা হয়।