হাসপাতাল ঘুরে অবশেষে মারা গেলেন অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার
ডেক্সসংবাদঃ
একের পর এক হাসপাতাল ঘুরে কিডনি জটিলতায় অবশেষে মারা গেলেন অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার। রাজধানীর ল্যাবএইড, স্কয়ার, ইউনাইটেড, সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, রিজেন্ট হাসপাতাল, আনোয়ার খান মডার্নসহ রাজধানীর আরও কয়েকটি হাসপাতাল ঘুরেও বাবার চিকিৎসা করাতে পারেননি মেয়ে ডা. সুস্মিতা আইচ। এ নিয়ে নিজের আক্ষেপের কথাও বলেছেন গণমাধ্যমে। অন্য কোনো হাসপাতাল না পেয়ে শেষে বৃহস্পতিবার করোনা রোগীদের জন্য নির্দিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই সরকারি কর্মকর্তাকে। গতকাল বেলা ১২টার দিকে গৌতম আইচের মৃত্যু হয় বলে তার মেয়ে ডা. সুস্মিতা আইচ জানান।