সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির পক্ষে সৃষ্টিজগতে শ্রেষ্ঠ এক মহামানুষ বীরপুরুষ মাশরাফিকে স্যালুট
বাংলাদেশের একমাত্র করোনা ভাইরাস মুক্ত বৃহৎ অঞ্চল নড়াইল জেলা ঘোষনা। সৃষ্টিজগতে শ্রেষ্ঠ এক মহামানুষ বীরপুরুষ মাশরাফির হাতে তার দায়িত্ব পৌঁছাতে বিভিন্ন যোগ উপযোগি কার্যক্ররি পদক্ষেপে করোনা নিয়ন্ত্র হয়ে গেলো। ক্রিকেট খেলার ভালবাসার নায়েক সাবেক অধিনায়ক তিনি এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই গরীব দুঃখী অসহায় মানুষের পাশে সেবার ব্রত নিয়ে মানুষের পাশে রয়েছেন সবসময়।শুরু থেকে নড়াইল এক্সপ্রেসের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ভ্রাম্যমান টিম দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন তিনি। ঘরে বাইরে তিনি নিজেকে করেছেন প্রস্ফুটিত।
পৃথিবীর সৃষ্টি কুলে সেরা মানুষ তিনি। বীরের মত লড়ে যাচ্ছে মাশরাফি বিন মুর্তজা।
সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির পক্ষে
স্যালুট আপনাকে। আপনি এগিয়ে যান মহামতির ন্যায়। আপনি একজন জাগ্রত বিবেক। আপনার নেতৃত্বে নড়াউল জেলা এলাকা সকল মানুষ সুস্থতা থাক ও দুঃখী মানুষের মাঝে আপনি বেঁচে থাকেন চিরকাল চিরদিন।
সাংবাদিক শেখ এ কে আজাদ।
আহবায়কঃসাভার প্রেস মিডিয়া কল্যান সমিতি
সদস্য সচিবঃসাভার রেডিওকলোনি কল্যান সমিতি।