ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যদ্রব্যসহ নগদ অর্থ বিতরণ করলেন সরপ'র ইটালী শাখা
সত্যেরসংবাদঃ
১২ মে মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা শাখার সার্বভৌমত্ব রক্ষা পরিষদ(সরপ) এর আহবায়ক "তহুরা বেগম" ও সরপ ইটালী শাখার আহবায়ক জাহাঙ্গীর আলম এর পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্যদ্রব্যসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
তারা এ সময়ে বলেন সরপ এর জন্ম হয়েছে মানুষের কল্যানের জন্য, সরপ দেশের মানুষের কল্যানে কাজ করবে। তারা সকল ধনী মানুষদের কে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
নবীনগর উপজেলা শাখার সার্বভৌমত্ব রক্ষা পরিষদ(সরপ) এর আহবায়ক "তহুরা বেগম" বলেন খুব দ্রুত প্রতি ইউনিয়ন ও পৌরসভার প্রতি ওয়ার্ড থেকে লোক নিয়ে উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হবে। -বিজ্ঞপ্তি