করোনায় আক্রান্তের বাড়ী লকডাউনে পরিবারগুলো খাদ্যসহায়তা কে দিবে?
করোনায় আক্রান্তের বাড়ী লকডাউনে পরিবারগুলো দেখার দ্বায়িত্ব কার? করোনা ভাইরাস মোকাবেলায় বলবো যার যার প্রতিষ্ঠান থেকে করোনা আক্রান্তে বা সন্দেহ সনাক্ত হওয়ার পর তাদের বাড়ী লকডাউন হওয়ায় করোনা রোগীসহ তার পরিবার এবং পুরো বাড়ি লকডাউনের আওতায় থাকে ওইসব লোকদের তাদের নিজ নিজ প্রাতিষ্ঠানিকভাবে খাওয়ার ব্যবস্থা করার অনুরোধ রইলো।
নতুবা কে খাবার দিবে তার জন্য ঠ্যালাঠিলিতে না খেয়ে মরা ছাড়া উপায় থাকবে না অসহায় করোনা আক্রান্ত রোগি ও তার পরিবারের। এসব না করলে হয়তো পেটের দায়ে সুযোগ পেলে করোনা আক্রান্ত রোগি বা তার পরিবারের লোকজন কাজে গেলে করোনা আক্রান্ত রোগী আরো ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে।
আরো বলবো কোন প্রাতিষ্ঠানিক লোক যেমন শ্রমিক/ষ্টাফ /কর্মকর্তা ছাড়া করোনা আক্রান্তে বাড়ি লকডাউন হলে সেটি সরকারের প্রশাসন ও জনপ্রতিনিধি অথবা বিত্তবান লোকরা দেখাশুনার দ্বায়দ্বায়িত্ব নেয়ার অনুরোধ রইলো।
করোনা রোগির স্বাস্থ্য বিধি খোঁজ খবরসহ খাদ্য নিশ্চিত করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ যেন মনিটরিংয়ের দ্বায়িত্ব পালন করেন এমনটি আশা করছি। "পরামর্শ বার্তা"
শেখ এ কে আজাদ,সংবাদকর্মী
আহবায়কঃ সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতি।
সদস্য সচিবঃ সাভার রেডিওকলোনি সেচ্ছাসেবী সংগঠন।