করোনায় মানবতার জন্য এগিয়ে এসেছেন ধামরাই বাথুলী এলাকার মালয়েশিয়া প্রবাসী আনিসুর রহমান, দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদের ত্রান সামগ্রী বিতরন
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় মানবতার জন্য এগিয়ে এসেছেন মালয়েশিয়া প্রবাসী ও মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এএন গ্লোবাল এসডিএন বিএসডি এর স্বাধিকার এবং ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলী গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে মোহাম্মদ আনিসুর রহমান তিনি গরীব-দুঃস্থ,অসহায়- কর্মহীন হয়ে পরা এলাকা মানুষের মাঝে ঈদ খাদ্য ও পন্য সামগ্রী হিসেবে ত্রান বিতরণ করেছেন।
এসময় এলাকার রাজনৈতিক,সমাজসেবক,ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি রবিবার (১৭) মে সকালে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলী গ্রামের নিজ এলাকায় দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী অসহায়-মধ্যবিত্ত-কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে এ ত্রান সামগ্রী উপহার তুলে দিয়েছেন।
ত্রান সামগ্রী উপহার মধ্যে ছিলো চাল,পোলাওর চাল,ডাল,চিনি,তেল,লবন,আলু,পিয়াজ,সাবান,সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় ১০ প্রকার খাদ্য ও পন্য সামগ্রী।
এসব ত্রানের ঈদ উপহার হিসেবে পেয়ে খুশি অসহায় হয়ে পরা পরিবারগুলো।
মালয়েশিয়া প্রবাসী ও মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী
মোহাম্মদ আনিসুর রহমান জানান, খাদ্য ও পন্য সামগ্রীর পাশাপাশি ক্রান্তিলগ্নে গোপনে
আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি বলে জানিয়েছেন তিনি।