শ্রীপুরে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে ১২'শত পরিবারের মাঝে ত্রাণ বিরতণ
মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর):
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে কর্মহীন, হত দরিদ্র ও নিম্ন আয়ের ১ হাজার ২০০শত পরিবারের মাঝে সামাজিক দুরত্য বজায়ে রেখে খাদ্য সহায়তা সহায়তা দিয়েছেন।
রবিবার (১৭ মে) দুপুরে শ্রীপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে করোনা ভাইরাস প্রাদুর্ভাব জনিত কর্মহীন, হত দরিদ্র ও নিম্ন আয়ের মাঝে সহায়তা প্রদানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন-কমান্ডার শাহজাহান মৃধা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির অফিস সেক্রেটারীর আবু তাহের, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌর সভার বার বার নির্বাচিত মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মোঃ হুমায়ুন কবির হিমু, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম মোল্লা, যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েল প্রমুখ।