সাভার পৌরসভা এলাকার মসজিদগুলোর ঈমাম মোয়াজ্জেম ও খতিবদের মাঝে ত্রান বিতরণ এগিয়ে আসলেন রঞ্জিত ঘোষ
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার পৌরসভার ১২০টি মসজিদের ঈমাম মোয়াজ্জেম ও খতিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৭ মে রবিবার দুপুরে সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী মাসুদ ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ।
সাভারের বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত ঘোষ বলেন তিনি ২৫০ জন ঈমাম, মোয়াজ্জেম ও খতিবকে ত্রান সামগ্রী বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন। করোনা ভাইরাসের
ক্রান্তিলগ্ন মসজিদের ঈমাম মোয়াজ্জেম ও খতিব
খুবই অসহায় হয়ে পরছিলো। তিনি আরও জানান মাননীয় প্রধানমন্ত্রী আহবানে সাড়া দিয়ে গত দুই মাস ধরে সাভার ঢাকাসহ বিভিন্ন জায়গায় প্রায় ২৭ হাজার পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করেন। যতদিন করোনা ভাইরাস এর প্রার্দুভাব থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি ত্রান হিসেবে খাদ্য সামগ্রী দিয়ে যাবেন বলেও জানান।