সাভারে শপিং মার্কেট খুলে দেয়ার দাবীতে ব্যবসায়ীদের ১ ঘন্টা মহাসড়ক অবরোধ,দীর্ঘ যানজট নিয়ন্ত্রন
https://youtu.be/juNNtcOdAIg
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকারের স্বাস্থ্য বিধি না মানায় সকল শপিং মার্কেট ও বিপনি বিতানগুলো বন্ধের গনবিজ্ঞপ্তির ২ দিন পর
সাভার উপজেলা প্রশাসনের অনুমতিতে সাভার বাজার বাসষ্ট্যান্ডে সিটি মার্কেট খুলে দেয়া হয়।
মঙ্গলবার সাকালে সাভারে সকল শপিং মার্কেট খুলে দেয়ার দাবীতে শত শত ব্যবসায়ীরা ঢাকা আরিচা মহাসড়কের বাজার বাসষ্ট্যান্ড এলাকায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
পরে সাভার মডেল থানস পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মহাসড়কে অবরোধ নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করে এবং মার্কেটগুলো খুলে দেয়ার আশ্বাস দিলে ব্যবসায়ীরা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়। এসময় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
উল্লেখ্য গত ১০ মে থেকে সকল শপিং মার্কেট খোলার অনুমতি দিলেও সরকারের স্বাস্থ্যবিধি না মানায় ১৭ মে সকল শপিং মার্কেট ও বিপনি বিতান বন্ধের জন্য গনবিজ্ঞপ্তি দেন সাভার উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুম্মন। ২ দিন যেতে না যেতেই প্রশাসন আবার সাভার সিটি সেন্টার খোলার অনুমতি দেয়। এর ফলে সকল শপিং মার্কেটের ব্যবসায়ীরা সিটি সেন্টারসহ অন্যঅন্য মার্কেট খুলা রাখলে নিউ মার্কেট,রাজ্জাক প্লাজা,চৌরুঙ্গী মার্কেট,অন্ধ মার্কেট,কোরাইশী মার্কেটগুলো খোলার অনুমতি দিতে হবে বলে ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করে।