সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে সানজিদা আক্তার তুন্তী (২৩) নামের এক নারী ইয়াবা ব্যবসায়ী আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার দেহ তল্লাশি করলে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় ইউনিক বাসের কাউন্টারের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানায় ডিবি পুলিশ। আটককৃত সানজিদা আক্তার তন্তী ওরফে ইয়াবা সুন্দরী আশুলিয়া থানাধীন ডেন্ডাবর এলাকার মামুনের স্ত্রী বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযানে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম জানান, মাদকের বড় একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সানজিদা পালানোর চেষ্টা করলে তাকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃত এই সুন্দরী তরুণী দীর্ঘদিন ধরে নবীনগর, ডেন্ডাবর, পল্লীবিদ্যুত, নিরিবিলি, নয়ারহাট, ধামরাই ও বাইপাইল এলাকায় ইয়াবা ট্যাবলেট পাইকারী ভাবে বিক্রয় করে আসছিলো। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, আশুলিয়ার নিরিবিলি এলাকার নিজ ঘর থেকে ১ মাস পূর্বে এই সানজিদা আক্তার তন্তী ওরফে ইয়াবা সুন্দরীর মা ও ছোট ভাইকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।