সাভারে করোনায় লকডাউনে অসহায় কৃষক- কৃষাণীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করলেনঃ মাসুদ চৌধুরী
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কৃষকদের জন্য নিয়ে মনে প্রানে ভাবেন আর সেই লক্ষে নিজস্ব অর্থায়নে ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী করোনার লকডাউনে ক্রান্তিলগ্নে অসহায় হয়ে পরা কৃষক- কৃষাণী ভাই-বোনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করলেন তিনি। সাভার পৌর সাত নম্বর ওায়র্ডে কৃষকলীগের অফিস কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২০ মে বুধবার সাভার পৌর কৃষক লীগের কার্যালয়ে ঈদ-উল ফিতর উপলক্ষ করে সাভার উপজেলা ও পৌর এলাকার কৃষকদের মাঝে ঈদের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদের খাদ্য সামগ্রী পেয়ে কৃষক-কৃষাণীরা।
এসময় তুখোড় সাবেক ছাত্রনেতা ও ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী উপস্থিত থেকে এ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সাভার থানা কৃষক লীগের সভাপতি আহসান হাবীব, কৃষক লীগের নেতা আব্দুল মতিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আওয়ামী লীগ নেতা মাসুদ চৌধুরী বলেন, "অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য জননেত্রী শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়ে বলেছেন, এই ঈদে একটি মানুষও না খেয়ে থাকবে না, তার এই উদ্যোগ কে বাস্তবায়নে অসহায় কর্মহীন হয়ে পরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। করোনা ভাইরাসের জন্য লকডাউনে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের কষ্ট লাগবে এ প্রচেষ্টা, যা অব্যাহত থাকবে। আওয়ামীলীগ সরকারের সময়কাল আমরা একজন মানুষকেও অনাহারে-অর্ধহারে কষ্ট পেতে দিবো না ইনশাআল্লাহ।"