সুবিধাবঞ্চিত হিজরা সম্প্রদায়ের মাঝে রান্না করা খাবারে ইফতার করালেন ও ঈদের খাদ্য সামগ্রী উপহার দিলেনঃউত্তম ঘোষ
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় সাভার নামাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক
উত্তম ঘোষ সমাজের সুবিধাবঞ্চিত হিজরা সম্প্রদায়ের মাঝে ইফতার করালেন ও ঈদের খাদ্য সামগ্রী উপহার দিলেন তিনি। সুবিধাবঞ্চিত হিজরা সম্প্রদায়ের ছাড়াও অসহায় হতদরিদ্র ও প্রতিবন্ধীরাও সহায়তা পান।
গত শুক্রবার ২২ মে সন্ধ্যায় নিজ হাতে এ সহায়তা দেন তিনি।
তারই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় তার কার্যালয় থেকে ইফতারে বিভিন্ন ফলমূলসহ রান্না করা খাবারে ইফতার করান তাদের মধ্যে। ইফতারের পর ঈদের খাদ্য সামগ্রীর বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে একটি করে মুরগী,সেমাই,দুধ,চিনি, পোলাওর চালসহ ইত্যাদি।
ইফতার খেয়ে ও ঈদের খাদ্য সামগ্রী পেয়ে খুশি তারা।
হিজরা সম্প্রদায়ের পরিচিত মুখ নৃত্য শিল্পীর তমা ও রিমুর জানালেন করোনা দূর্যোগের সময় আমরা কর্মহীন হয়ে পরেছি। উত্তমঘোষ তাদেরকে ৩ বার ত্রান সহায়তাসহ ঈদ সামগ্রী বিতরণ করেছেন। তিনি একজন মহৎকর্মের মহৎ মানুষ আল্লাহ তাকে দীর্ঘজীবন দান করুন।
২৩ মে শনিবার তালিকাভুক্ত শতাধিক মুসলিম অসহায়-হতদরিদ্র তালিকাভুক্ত পরিবারের মধ্য ঈদ উপহার বিতরণ করবেন বলে জানিয়েছেন উত্তম ঘোষ।
তিনি সাভার নামা বাজার স্বর্ণ শিল্পি মালিক ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক উত্তম ঘোষ তার নিজ কার্যালয় জনতা গোল্ড প্লাজা থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রথম থেকেই প্রকাশ্যে,গোপনে খাদ্য কষ্টে থাকা গরীব-দুঃস্থ,অসহায়- কর্মহীন,সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন ।
মহামারি দূর্যোগের সময় এ পর্যন্ত ৩৫'শ পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
মানবতার লক্ষে যিনি এগিয়ে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উত্তমঘোষ জানান করোনা ভাইরাস দূর্যোগ যত দিন থাকবে ততদিন সুবিধাবঞ্চিত হিজরা সম্প্রদায় ছাড়া অসহায় মানুষের পাশে থাকবো।