সাভারে শতাধিক অসহায় মুসলিম ধর্মের মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী উপহার দিলেনঃউত্তম ঘোষ
ভিডিও চিত্রের সংবাদ...
https://youtu.be/piHUUoA8mA8
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় সাভার নামাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক
উত্তম ঘোষ সমাজের অসহায় মুসলিম ধর্মের মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী উপহার দিলেন তিনি। মুসলিম ধর্মের লোকের পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ী কর্মচারী ও অসহায় হতদরিদ্ররা এ সহায়তা পান।
শনিবার ২৩ মে সন্ধ্যায় নিজ হাতে এ সহায়তা দেন তিনি।
তারই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় শনিবার ২৩ মে
বিকেলে ঈদের খাদ্য সামগ্রীর বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে একটি করে মুরগী,সেমাই,দুধ,চিনি, পোলাওর চাল নিত্য প্রয়োজনিয় খাদ্য দ্রব্য
২৪ শে মে রবিবার বিকলে আরো শতাধিক মুসলিম অসহায়-হতদরিদ্র, তালিকাভূক্ত পরিবারের মধ্য ঈদ উপহার বিতরণ করবেন বলে জানিয়েছেন উত্তম ঘোষ।
তিনি সাভার নামা বাজার স্বর্ণ শিল্পি মালিক ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক উত্তম ঘোষ তার নিজ কার্যালয় জনতা গোল্ড প্লাজা থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রথম থেকেই প্রকাশ্যে,গোপনে খাদ্য কষ্টে থাকা গরীব-দুঃস্থ,অসহায়- কর্মহীন,সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন ।
ঈদের খাদ্য সামগ্রী পেয়ে খুশি তারা।
তিনি একজন মহৎকর্মের মহৎ মানুষ মহামারি সময় তিনি ছাড়া তাদের পাশে কেউ দাড়ায়নি বলে জানালেন অসহায় মুসলিম পরিবারের সদস্যরা।
মহামারি দূর্যোগের সময় এ পর্যন্ত ৩৬'শ পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
মানবতার লক্ষে যিনি এগিয়ে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উত্তমঘোষ জানান করোনা ভাইরাস দূর্যোগ যত দিন থাকবে ততদিন মুসলিম ধর্মের অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত মানুষের
পাশে থাকবেন বলে জানালেন সাংবাদিকদের....