দেশবাসীকে এ ঈদুল ফিতরে সচেতন হয়ে ঈদ পালন করতে আহবান ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেনঃ উত্তম ঘোষ
https://youtu.be/HNhqNt9HQ6o
করোনা ভাইরাসে ক্রান্তিলগ্নে মানবতার লক্ষে
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উত্তমঘোষ করোনা দূর্যোগ ও প্রতিরোধে অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত মানুষের
পাশে ত্রান ও ঈদ সামগ্রী বিতরণের পাশাপাশি ঔষদ বিতরণ করছেন নিয়মিত। তিনি দেশবাসীকে এ ঈদুল ফিতরে পরিবারের সাথে থেকে ও সচেতন হয়ে ঈদ পালন করতে আহবান জানিয়েছে এবং ঈদের শুভেচ্ছা জানান তিনি।
সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।