সাপ্রেমিকস'র আহবায়ক শেখ এ কে আজাদ দুঃস্থ, কর্মহীন মানুষের মাঝে সাভারে ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক,সাভারঃ সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির আহবায়ক শেখ এ কে আজাদ তার ক্ষুদ্র প্রচেষ্টায় সাভার পৌর ১ নং ওয়ার্ড এলাকাসহ বিভিন্ন এলাকার অসহায়,দুঃস্থ, কর্মহীন অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন।গত কয়েক দিন যাবৎ সমাজের অবহেলিত অসহায়,দুস্থ, কর্মহীন মানুষকে দিনে ও রাতের আধারে এ ঈদ সামগ্রী বিতরণ করেছেন তিনি।
শেখ এ কে আজাদ সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির আহবায়ক ও সাভার রেডিওকলোনি সেচ্ছাসেবি সংগঠনের সদস্য সচিব,বাংলারচোখ এর নিজস্ব প্রতিবেদক,আনন্দটিভির সাভার উপজেলা প্রতিনিধি,দৈনিক আজকের সত্যেরআলোর নিজস্ব প্রতিবেদক ও সত্যেরসংবাদ.কম এর নির্বাহী সম্পাদক। তিনি এলাকার মানুষের কথা ভেবে একমাত্র আল্লাহর উপর ভরসা করে সংবাদকর্মীর পাশাপাশি সেচ্ছাসেবী ও মানবতার লক্ষে তার ক্ষুদ্র প্রচেষ্টায় অসহায়দের মাঝে ত্রান ও ঈদ সামগ্রী বিতরণ করছেন। করোনার ভাইরাসে মহামারি দূর্যোগ ক্রান্তিগ্ন যতদিন থাকবে এসব কল্যানমূলক কাজে আত্মনিয়োগ থাকবে বলে জানিয়েছেন তিনি।
সাভার ও ধামরাইসহ করোনার ভাইরাসে মহামারি ক্রান্তিগ্নে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ।
করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রাখুন ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। একে অপরের প্রতি সচেতন হোন।
মানবতার লক্ষে এগিয়ে আসুন,এ করোনা ভাইরাস থেকে আল্লাহ সকলকে মুক্ত রাখুন-আমিন।
উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধ ও দূর্যোগ মোকাবেলায় সংবাদ সংগ্রের পাশাপাশি সাভারে রেডিওকলোনী এলাকায় দীর্ঘ দেড়মাস ৫১ জন সদস্য নিয়ে সচেতন বৃদ্ধির লক্ষে সেচ্ছাসেবি কর্তৃপক্ষের দ্বায়িত্ব পালন করে সাফলতা পেয়েছেন তিনি। এলাকাটি এখনো করোনামুক্ত রয়েছে।