কার জন্য করেছি ভেবে দেখুন...এসব জানি নিউজে আসবে নাঃ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র কর্মকর্তা ডা.মোহাম্মদ সায়েমুল হুদা
সত্যেরসংবাদঃ
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র জনস্বাস্থ্য ও জনস্বার্থে হাসপাতালের কার্যক্রম কখনো বন্ধ থাকে না জানিয়েছেন ডা.মোহাম্মদ সায়েমুল হুদা।
কিছু বিষয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কর্মকর্তা, কর্মচারী ও জনস্বাস্থ্য সুরক্ষায়।
ইদের একদিন পূর্বে ২৯ জন পজিটিভ হয় তারমধ্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমাদের মিডিকেল অফিসার,আমাদের সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার,এমএলএসএস,ড্রাইভার।
এছাড়া উপজেলায় ৩২৯ জন পজিটিভ রুগী বর্তমান,হাসপাতালে আইসোলেশনে ৫ টি বেড অথচ ভর্তি আছে ৮ জন।তাদের সেবা দিচ্ছেন আমাদের কর্মকর্তা ও কর্মচারীগন।
কেউ জানতে চেয়েছেন কেমন আছি আমরা,কেমন আছে আমাদের স্বাস্থ্য কর্মীগন?
আমাদের ইনডোর, আউটডোর, জরুরি বিভাগের সকল কার্যক্রম, নরমাল ডেলিভারি,সিজারিয়ান অপারেশন, ইপিআই কার্যক্রম, সিসি সকল কাজ চলমান।
কেউ তাদের ধন্যবাদ জানিয়েছেন?
হ্যা আমরা কৃতজ্ঞতা জানাই অনেক সংবাদকর্মীদের যারা আমাদের মূল্যায়ন করছেন।
একটি হাসপাতালে যখন শতশত পজিটিভ রোগীআসে বিধিমোতাবেক জরুরি সেবা চালুরেখে পুরু হাসপাতাল জিবানুমুক্ত করতে হয়।৪৮ ঘন্টা। গত ২৩/০৫/২০২০ ইং পর্যন্ত ১৫৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আমাদের প্রশিক্ষন প্রাপ্ত কর্মকর্তা ৩ জন।তারমধ্য একজন এমটিইপিআই তার এ কাজ ছাড়াও সমগ্র উপজেলার টিকা কার্যক্রম দেখতে হয়।
সাভার একটি জেলার চেয়ে বেশী জনসংখ্যা। বিবেচনা করা হয় অন্যান্য উপজেলার মতোই।
ইদের দিন ও পরের দিন আমাদের টিমের বিষেশ দায়িত্ব ছিল জরুরি ভিওিতে আমাদের যারা হোম আইসোলেশন আছেন সকলের সাথে কথা বলে যাদের ১৪ দিন পার হয়ে গেছে ডাটা প্রস্তত করে পরীক্ষা করানোর।আমাদের টিম সফলতার সহিত সে কাজটি করেছেন।দুই দিনের মধ্যেই সকলের দ্বিতীয় পর্যায়ে নমুনা সংগ্রহ করে আমরা আশাবাদী সকলের রিপোর্ট নেগেটিভ আসবে আমরা হাসিমুখে তাদের ছুটি প্রদান করতে পারব।
জনস্বাস্থ্য ও জনস্বার্থে আমরা আজ ফায়ার সার্ভিস, আরবান ভলান্টিয়ার, ম্যান ফর ম্যান ও আমাদের হাসপাতালের কর্মীদের দিয়ে সমগ্র হাসপাতালে জীবানু মুক্ত করেছি।
কার জন্য করেছি ভেবে দেখুন...
এসব জানি নিউজে আসবে না।
আমি বিশ্বাস করি আমাদের কর্মকর্তা ও কর্মচারীদের শ্রম বৃথা যাবে না,সৃষ্টিকর্তাই আমাদের দেখে রাখবেন।আমাদের চোখের পানি কখনো কেউ দেখবে না,আমাদের প্রতিটি কাজের গভিরতা আপনাদের নিয়ে।
আমাদের যুদ্ধাদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
সবাইকে নিয়ে ভাল থাকাই ভাল থাকা এ সূএে আমরা বিশ্বাসী। দু চার দিনে সাভারবাসীর কোন উত্থান পতন হবে না ইনশাআল্লাহ। খুব শীগ্রই হয়ে যাবে সবকিছু স্বাভাবিক, আল্লাহ আমাদের সহায় হোন।আমিন।
তথ্য সংগ্রহঃ ২৬ মে ফেসবুকথেকে।