মানিকগঞ্জে যানবাহনে টোল আদায়ের অভিযোগে আটক ৪
মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পরিবহন থেকে অবৈধভাবে টোল আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে মানিকগঞ্জ এসপি কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন পশ্চিম দাশড়া এলাকার খন্দকার মজিবুর রহমানের ছেলে সুমন খন্দকার, আব্দুর রহিমের ছেলে মো. দুলাল, পোড়রা গ্রামের মোশারফ হোসেন খানের ছেলে মো. নাইম খান এবং হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ এলাকার জামাল শেখের ছেলে মো. উজ্জল শেখ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহসড়কের বেগম জরিনা কলেজ মোড় চৌরাস্তায় যানবাহন থেকে টোল আদায়ের সংবাদে সদর থানার এসইআই তারেক পারভেজ অভিযান চালিয়ে ওই চারজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৯০০ টাকা এবং পৌরসভার অভ্যন্তরীণ ট্রাক লোড-আনলোড ও টোল আদায়ের ইজারাদার হিসেবে টোল আদায়ের দুটি রশিদ বই উদ্ধার করা হয়।