সাভারের আশুলিয়ার শ্রমিক সংগঠনের উদ্যোগে আশুলিয়া জামগড়া ফ্যান্টাসি কিংডম সামনে দ্রব্যমূল্যের অগ্রগতির কারণে গার্মেন্টস শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু ও বাৎসরিক ইনক্রিমেন্ট ডিসেম্বর মাসের বেতনের সাথে প্রদানের দাবিতে ১৯ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে এই কারণে গার্মেন্টস শ্রমিকরা আজ অসহায় হয়ে পড়েছে গার্মেন্টস শ্রমিকরা মাসে যে কয় টাকা বেতন পায় তা দিয়ে ১৫ দিনো সংসার চলে না, তাই অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা ও বাৎসরিক ইনক্রিমেন্ট এর টাকা ডিসেম্বর মাসের বেতনের সাথেই দিতে হবে বলে দাবী জানান।
বক্তারা আরো বলেন,অধিকাংশ কারখানায় শ্রমিকেরা অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন। সরকার মুখে শ্রমিকবান্ধব বললেও বাস্তবে শ্রমিকদের কোন কিছুই পাচ্ছেনা। বরং শ্রমিক স্বার্থে কোনো সংগঠন ট্রেড ইউনিয়ন করতে চাইলে সরকার ও মালিক পক্ষ যৌথভাবে তাতে বাধা দিচ্ছে।
জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানববন্ধনে সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সৌমিত্র কুমার দাস, অরবিন্দু বেপারী বিন্দু ,শাহিন মন্ডল, রাকিবুল ইসলাম সোহাগ, জাহিদুল রহমান জীবন, কবির হোসেন, আল মামুন, খোরশেদ আলম, আনিসুর রহমান, আলমগীর শেখ লালন, ইসমাইল হোসেন ঠান্ডু, কামরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।