না ফেরার দেশে চলে গেলেন মানিকগঞ্জ আটিগ্রাম এলাকার দেওয়ান আলতাফ
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘ অসুস্থতা থাকার পর মারা গেলেন মানিকগঞ্জ আটিগ্রামের পোড়াপাড়া এলাকার দেওয়ান মোঃ আলতাফ হোসেন। ১৫ জুন সোমবার দুপুরে নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোকে শেষ নিশ্বাস ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন)। মৃত্যুকালে মুরহুমের বয়স হয়েছিল ৮১ বছর।তিনি মরহুম মৌলভী দেওয়ান নূর হোসাইনের ছেলে মুরহুম দেওয়ান মোঃ আলতাফ হোসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ৪ ছেলে নাত-নাতনিসহ গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজের জানাযা আটিগ্রাম ঈদগাঁহ মাঠে বাদ মাগরিব অনুষ্ঠিত হওয়ার পর কবরস্থানে দাফন করা হবে।
তার বিদেহী মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন পরিবারের সকলে।
তার মৃত্যুতে এটিএন বাংলা ও বাংলাদেশ বেতারের সাংবাদিক শেখ আবুল বাশার গভীর শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
[caption id="attachment_5024" align="alignright" width="300"] মুরহুম দেওয়ান মোঃ আলতাফের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন এটিএন বাংলা ও বাংলাদেশ বেতারের সাংবাদিক শেখ আবুল বাশার। তার মৃত্যুতে গভীর শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন তিনি।[/caption]
[caption id="attachment_5027" align="alignright" width="300"] পরিবারের সাথে ফাইল ছবি।[/caption]
উল্লেখ্য, হঠাৎ অসুস্থ হয়ে পরায় সাভারের একটি হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ও বর্তমানে শিশুস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যে উচ্চতর প্রশিক্ষণরত (বিএসএমএমইউ)
সারকারি কর্মকর্তা মানবতার ডাক্তার আমজাদুল হক করোনা ভাইরাস মোকাবেলা ও প্রতিরোধ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন প্রজন্ম হাসপাতালে তাকে, সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তিনি অসুস্থ হলে ডাক্তার আমজাদুল হকের তত্বাবধানে চিকিৎসা সেবা গ্রহন করতেন এবং সুস্থ্য হয়েছেন কয়েকবার।
রবিবার তার শারীরিক অবস্থা উন্নতি হলে হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে যান তার পরিবার। পরে সোমবার শারীরিক অবস্থা অবনতি হলে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।