শ্রীপুরে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত গ্রেফতার
মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর (গাজীপুর):
গাজীপুরের শ্রীপুরে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ০২ ডাকাত কে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
২৪ জুন মঙ্গলবার দিবাগত রাত অনুমান ১টার দিকে উপজেলার বেতজুড়ি এলাকায় ঢালুর ব্রিজ থেকে ডাকাতি প্রস্তুতি কালে ২ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে আটক করে শ্রীপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার গিলার চলা এলাকার জিন্নত আলির ছেলে রাকিব(১৮), অপরজন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার দরিচারবাড়িয়া গ্রামের আনিচ মিয়ার ছেলে ফোরকান মিয়া (১৮)।
এসময় তাদের কাছ থেকে ২ টি রাম-দা একটি কাটার,১ টি চাপাতি ও ১ টি নকিয়া মোবাইল উদ্ধার করা হয়।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান,রাত্রি কালিন ডিউটির সময় উপজেলার বেতজুড়ি ঢালুর ব্রিজ এলাকা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ২ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে আটক করা হয়।
শ্রীপুর মডেল থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক তদন্ত মনিরুজ্জামান খান জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদেরকে ৩৯৯/৪০২দঃ বিঃ ধারায় ডাকাতির চেষ্টা মামলা রুজু করে বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।