সাভার পৌর এলাকায় সাত নং ওয়ার্ডে ২০ কেজী করে চাল বিতরণ করলেন কাউন্সিলর হাজী মোঃ আব্বাস আলী
সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ আব্বাস আলী ২০০ জন পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন। করোনা মহামারি মোকাবেলায় ২৫ শে জুন বৃহস্পতিবার সকালে ইমান্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস এর চাউল ১০ টাকা কেজী দরে ২০ কেজি চাউল ২০০ জন পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।
কাউন্সিলর হাজী মোঃ আব্বাস আলী বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আসা সাধারণ জনগণের জন্য সকল প্রকার খাদ্যদ্রব্য সহ অন্যান্য উপহার সঠিকভাবে বন্টন করে বিতরন করা হয়। শুধু তাই নয় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময়েও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আসা সকল খাদ্য সামগ্রী উপহার সঠিক ভাবে বিতরণ করেছি। আমার পক্ষ থেকেও সাধ্যমত খাদ্য সামগ্রী, মাক্স ও অন্যান্য উপহার বিতরণ করেছি। সামনের দিনগুলোতেও আমি জনগণের সেবক হয়ে বেঁচে থাকতে চাই। সেই সঙ্গে সকলকে করোনা ভাইরাসের আক্রমন থেকে রক্ষা পেতে তিন ফিট দুরত্ব বজায় রেখে সকল প্রকার কার্যক্রমে অংশগ্রহণ করতে অনুরোধ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের আওয়ামীগের অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।