সাভারে হিরোইনসহ পুলিশের হাতে আটক-৪
সাভারে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় সাভার থানার কালিয়াকৈর এর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামুনসহ ৪ জন মাদক ব্যবসায়ী আটক করে গতকাল মঙ্গলবার রাতে। আটককৃতরা হলো - (১) হিরা, (২) সেলিম (৩) সুমন (৪) মামুন।
সাভার মডেল থানার উপপরিদর্শক অপূর্ব দর্ত্ত জানান, মামুনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক করা হয় এবং তাদের কাছে থেকে ১৪০ গ্রাম (১১৪০ পুড়িয়া) হিরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত হিরোইন এর মূল্য প্রায় ১ লাখ ১৪ হাজার টাকা।
বুধবার মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও পুলিশ জানায়।