সাভারে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ, ঘাতক স্বামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
সাভার পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডের সাভার নিউমার্কেট এর পিছন ডগরমোড়া রোডের রাইসা ফার্মেসির স্বত্বাধিকারী রাশেদুল ইসলাম(৩০) তার দ্বিতীয় স্ত্রী মুক্তা পারভিন (১৮) কে হত্যা করে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। ২২ জুলাই মঙ্গলবার রাত দশটার দিকে মৃতদেহ উদ্ধার করে।
মানিকগঞ্জের শিবালয় থানার দুলাল মিয়ার কলেজপড়ুয়া মেয়ে মুক্তা পারভিন কে ব্ল্যাকমেইল করে দেড় মাস আগে বিয়ে করে রাশেদ।
এ ব্যাপারে মুক্তার ভাবি লিলি বেগম( ২৫ ) বলেন, ২১ জুলাই মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় মুক্তা তার মোবাইল নাম্বারে ফোন দিয়ে বলে, ভাবি তুমি ফোন কেটো না রাশেদ আমাকে মেরে ফেলবে গুন্ডা ভাড়া করছে আমাকে মারার জন্য, আমাকে প্রচুর মারধর করছে তুমি যতক্ষণ লাইনে থাকবে ততক্ষণ আমি বেঁচে থাকব, আমাকে বাঁচাও সন্ত্রাসী মুন্না আসতেছে আমাকে মেরে ফেলবে। তারপরে ব্যাপারটি আমি আমার স্বামী আলাউদ্দিন কে জানাই আমার স্বামী এবং আমার শ্বশুর এসে রাশেদের বাসা তালাবদ্ধ এবং তার মোবাইল ফোন বন্ধ পায়, অনেক ফোন দিয়েও তাকে ফোনে পাওয়া যায়নি। তারপর আজ ২২ জুলাই রাত দশটার দিকে মুক্তার মরদেহ ঝুলন্ত অবস্থায় তালাবদ্ধ রুম থেকে উদ্ধার করে।
এব্যাপারে মুক্তার ভাই আলাউদ্দিন বলেন, আমার কলেজ পড়ুয়া বোনকে গত দেড়মাস আগে ব্লাকমেইল করে বিয়ে করে এই ভন্ড প্রতারক লম্পট রাশেদুল ইসলাম, বিয়ের কিছুদিন পরেই ২ লক্ষ টাকা যৌতুকের জন্য চাপ প্রয়োগ ও শারীরিক নির্যাতন শুরু করে রাশেদুল ইসলাম। একপর্যায়ে নির্যাতনের আকার চরম পর্যায়ে পৌঁছলে মুক্তা পরিবারকে জানাতে বাধ্য হয়। এরপর আমার বাবা ও আত্মীয়-স্বজন এসে মীমাংসা করে, রাশেদুল তার ভুল স্বীকার করে ক্ষমা চায় কিন্তু রাশেদুল আমার বোনের উপর নির্যাতন চালিয়ে যায় একপর্যায়ে আমার বোনকে হত্যা করে লাশ ওড়না পেচিয়ে ঝুলিয়ে দেয়, এ ব্যাপারটা আমি আমার স্ত্রী লিলি বেগমের কাছে জানতে পেরে আমার বাবা কে জানাই আমার বাবা এসে বাড়ি তালাবদ্ধ থাকার কারণে বাড়িতে ঢুকতে না পেরে আমাকে জানায় আমরা ২১ জুলাই রাত দুইটার দিকে সাভার মডেল থানার দ্বারস্থ হই কিন্তু ওই রুমে তালাবদ্ধ থাকার কারণে থানা পুলিশ পরবর্তী দিন এসে ব্যবস্থা নেবে বলে চলে যায়, এরপর আজ ২২ জুলাই রাত দশটার দিকে সাভার মডেল থানা পুলিশ এসে আমার বোন মুক্তা পারভীন এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এবং পুলিশ রাশেদুল ইসলামকে আটক করে।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক অপূর্ব দাস জানায়, আমরা খবর পেয়ে রুমের তালা ভেঙে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করি এবং ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত রাশেদুল ইসলামকে আটক করি, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, হত্যা মামলার প্রস্তুতি চলছে।