সাভারে নির্বাহী অফিসার পদে যোগদান শামীম আরা নীপার
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার শুণ্যস্থানে দায়িত্ব পালন করবেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা থেকে আগত নির্বাহী অফিসার শামীম আরা নীপা।
সাভারের নির্বাহী অফিসার পারভেজুর রহমানকে বাণিজ্যমন্ত্রণালয়ের বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ বদলি করা হয়।
উল্লেখ্য, সাভার উপজেলা পরিষদে প্রথমবারের মতো কোনো নারী নির্বাহী অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছেন এই নির্বাহী অফিসার ।
শামীম আরা নীপা ২৯ ব্যাচের ক্যাডার বলে জানা গেছে। এদিকে একাধিক সূত্র দাবি করেছে, সাভার উপজেলার বিদায় নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সরকারের ত্রাণ বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তাধীন রয়েছে। এ নিয়ে গত সপ্তাহে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের একজন পদস্থ কর্মকর্তা সরেজমিন তদন্তে আসেন। সাভারের একাধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর উপস্থিতিতে ওই কর্মকর্তা পারভেজুর রহমানকে ভর্ৎসনা করেন। এছাড়া সাভারের একাধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না দীর্ঘদিন ধরে।
এর বাইরে সাভারে সরকারের একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগের খবর আসছিল গণমাধ্যমে। এরমধ্যেই আসলো এ বদলির খবর। যদিও করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে তিনি কাজ করছিলেন এবং নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন।