মানিগঞ্জের আটিগ্রাম ইউনিয়নে বর্ষার পানিতে হাজার হাজার মানুষ ঘর বন্দি
শেখ এ কে আজাদঃ মানিগঞ্জের আটিগ্রাম ইউনিয়নে বর্ষার পানিতে বিভিন্ন রাস্তাঘাট তুলিয়ে গেছে। হাজার হাজার মানুষ ঘর বন্দি কয়েক গ্রামের মানুষ। এলাকার মানুষ দূর্ভোগে নৌকা ব্যবহার করছে। রাস্তা ও বাড়িতে৷ পানি উঠায় অনেকে বাড়ী ঘর রেখে উঠেছে আত্মীয় স্বজনদের বাড়ীতে। এ ছবিগুলো আটিগ্রামের ইউনিয়ন পরিষদের মেলার মাঠ থেকে সোমবার তুলা হয়েছে।
সুপার মেডিকেল https://www.facebook.com/superpainlessnormaldelivery/