সাভার রেডিও কলোনি মাঠে পশুর হাট উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারে একটি গরুর হাট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনী এলাকায় ফিতা কেটে এ গরুর হাট উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ঢাকা আরিচা মহাসড়কের পাশে হওয়ায় এ গরুর হাটটিতে ক্রেতা সমাগম বেশী লক্ষ করা গেছে । হাটটিতে নিরাপত্তা ব্যবস্থা ভালো হওয়ায় ক্রেতা বিক্রেতারা সহজেই গরু ছাগল বেচা কেনা করতে পারছেন।