সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করলেনঃ চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর
[caption id="attachment_5406" align="aligncenter" width="300"] সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করলেনঃ চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর[/caption]
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৮ জুলাই গরীব ও অসহায়দের কে জনপ্রতি ১০ কেজি করে ১৬৪৯জনের মাঝে চাল বিতরন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর।
সাভারে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২০২০-২০২১ ইং অর্থ বছরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জন প্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলা তার মানবিক সহায়তা,ভাড়া মওকুফ,সচেতনতা ও প্রধানমন্ত্রীর ত্রান সহায়তা দিয়ে এলাকার মানুষের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি ভাড়াটিয়াদের করোনা ভাইরাসে লকডাউনের সময় স্থানীয় ভাড়ির মালিকদের ভারা মওকুফের জন্য অনুরোধ করলে তারা মানবিক অনুরোধ রক্ষা করেছেন।