সাভারের আশুলিয়ায় বর্ষার পানিতে নৌকা ডুবে মা ও মেয়ের মৃত্যু
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারের আশুলিয়ায় নৌকা ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নৌকা ডুবিতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল এলাকার রাজমস্ত্রী আব্দুর রাজ্জাকের স্ত্রী আছিয়া বেগম ও তার সাড়ে চার বছর বয়সী শিশু কন্যার মৃত্যু ঘটে।
বুধবার দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রামে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় গৃহবধূ আছিয়া ও তার দুই শিশু কন্যা একটি ছোট ডিঙি নৌকায় করে নিজ বাড়ি থেকে একই এলাকায় পাশ্ববর্তী এক বাড়িতে যাবার সময় হঠাৎ তাদের নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়রা দ্রুত মা ও দুই শিশু কন্যাকে উদ্ধার করতে সক্ষম হলেও মারা যান মা আছিয়া বেগম ও তার সাড়ে ৪ বছরের শিশু কন্যা। প্রাণে বেঁচে যায় আছিয়া বেগমের সাড়ে ৫ বছর বয়সী অপর এক শিশু কন্যা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কুদ্দুস জানান, নৌকা ডুবে মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে থানায় অবহিত করে লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।