সাভারে স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শেখ এ কে আজাদ : সাভারে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ।
পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হেমায়েতপুর এলাকায় সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এসময় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সহ সভাপতি মাহবুবা পারভীন, রঞ্জিত সাহা, রঞ্জন দাস রুনু, দপ্তর সম্পাদক টিপু সুলতান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রতন সাহা, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শহিদুল্লাহ মুন্সী, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্ল্যাসহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেকক লীগ এর অন্তর্গত সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া দিনব্যাপী সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।