সাভারের বনগাঁও ইউনিয়নে ১১০০শ' বন্যার্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ করলেনঃ চেয়ারম্যান সাইফুল ইসলাম
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
https://youtu.be/S1q64kPcTR8
সাভারের বনগাঁও ইউনিয়নে জিআরইউর ১১০০শ' বন্যার্ত গরীব অসহায় মধ্যবিত্তি পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছেন এলাকার জনপ্রিয় চেয়ারম্যান সাইফুল ইসলাম। শুক্রবার ১৪ আগষ্ট সকাল থেকে বিকেল পর্যন্ত এ ত্রান বিতরণ করা হয়। ১০ টন চালের মধ্য ১০০০ হাজার পরিবারকে ১০ কেজী করে চাল বরাদ্দ দেয়া হয় এবং ১০০ শত পরিবারের মাঝে শুকনো খাবার হিসেবে চাল,ডাল,নডলুস,চিড়া,চিনি,তৈল,সূজি ইত্যাদি খাবার হিসেবে বরাদ্দ দেয়া হয়।
সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম এ ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ত্রান বিতরণের সময় বনগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল গাফ্ফার, ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত মেম্বার বাইলা বেগম,১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত মেম্বার রেহেনা বেগম,৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত মেম্বার জমেলা বেগম,৪ নং ওয়ার্ডের মেম্বার সিদ্দিকসহ আওয়ামীলীগের অংগসংগঠনের নেতৃবৃন্দ।
চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান,বনগাঁও ইউনিয়নের এলাকার অসহায় হতদরিদ্র মধ্যবিত্ত পরিবারের পাশে যেমন ছিলাম তেমনি বন্যার্তদের পাশে রয়েছি। শক্রবার ১০ টন চালের মধ্য ১০০০ হাজার পরিবারকে ১০ কেজী করে চাল বরাদ্দ দেয়া হয় এবং ১০০ শত পরিবারের মাঝে শুকনো খাবার হিসেবে ১৬ কেজী বস্তায় চাল,ডাল,নডলুস,চিড়া,চিনি,তৈল,সূজি ইত্যাদি খাবার হিসেবে বরাদ্দ দেয়া হয়। মানবতার মা প্রধান মন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা হিসেবে এ ত্রান কার্যক্রম করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বন্যার্তদের মাঝে জিআরইউর আরো ২০০ শত জন পরিবারকে ১০ কেজী করে চাল এবং ১০০ জনকে ১৬ কেজীর বস্তায় শুকনো খাবার বিতরণ করেছেন চেয়ারম্যান।