কবিতা ✊হে বাঙালি✊
---✍ মাহাবুব মন্ডল
৭১'এ পিতা মুজিব বলেছিলেন
ঘরে ঘরে দূর্গ গড়ে তুলুন
বলেছিলেন প্রতিটি পাড়ায়
প্রতিটি মহল্লায়
সংগ্রাম পরিষদ গড়ে তুলুন।
হে বাঙালি
অাজ অামি বলছি
মুক্তিযোদ্ধাদের উত্তরসূরীদের নেতৃত্বে
অাবার ঘরে ঘরে দূর্গ গড়ে তুলুন
প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায়
সংগ্রাম পরিষদ গড়ে তুলুন
বাঁশের লাঠি তৈরী করুন
লুটেরাদের বিরুদ্ধে
যুদ্ধ ঘোষণা করুন।
স্বাধীন বাংলার মানচিত্রকে
হায়েনার থাবা থেকে রক্ষা করুন
অধিকার বঞ্চিতদের
মৌলিক অধিকার
রক্ষা করুন।