সাভারের বিরুলিয়ায় এক সংরক্ষিত মহিলার মেম্বারের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরি
নিজস্ব প্রতিবেদকঃ
সাভারের বিরুলিয়ার সামাইর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নুরতাজ মেম্বার ও তার বাহিনী প্রতিপক্ষ আলমগীর ও তার পরিবারের সদস্যদের অব্যাহতভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে ভূক্তভোগি।
রবিবার বিকেলে এঘটনায় ১৬/০৮/২০২০ তারিখে আলমগীর ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন যারা নং-৬৯৩।
ডায়েরী সূত্রে জানা গেছে, বিবাদী- বিরুলিয়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে লাল চাঁন (৬০) ও তার ছেলে শওকত মিয়া (৩৫), আব্দুল মান্নানের ছেলে ফোরকান (৩০), লাল চাঁনের মেয়ে নুরতাজ বেগম (৩৫)। জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীগন বিভিন্ন সময় মোঃ আলমগীর ও তার ভাই শাহ্আলম (৪০) সহ পরিবারের সদস্যদের কে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর এবং প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।
এক পর্যায় ১৪/০৮/২০ তারিখে বিবাদীরা লোক নিয়ে বাদী আলমগীরে বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ধামকি দেন এবং এক পর্যায়ে বিবাদীরা আলমগীর ও তার পরিবারের সদস্যদের মারধোর করতে বাড়িতে চলে আসেন।
এবিষয়ে বাদী আলমগীর বলেন নুরতাজ বেগম বিরুলিয়া ইউনিয়ন ইউপি সদস্য ৭,৮ও ৯ নং ওয়ার্ড মেম্বার তার ক্ষমতার অপব্যবহার করে আমি সহ এই এলাকার বিভিন্ন লোকজনদের হুমকি ধামকি দিয়ে থাকেন।
নুরতাজ মেম্বার এর রয়েছে সন্ত্রাসী বাহিনী তাদের ভয়ে এলাকার কোন মানুষ কথা বলে না তার কোনো প্রতিবাদ করে। কেউ প্রতিবাদ করলেই তাদের অবস্থা হয় আমার মতো হতে হবে।তাই তিনি সাভার মডেল থানায় আমি সহ আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
আলমগীর এর অভিযোগের উপর ভিত্তি করে সরজমিনে গেলে উঠে আসে নুরতাজ মেম্বার এর বিরুদ্ধে যত অপকর্ম।