বঙ্গবন্ধুর আদর্শ মেনে যারা রাজনীতি করেন তারা সভানেত্রী সিদ্ধান্তের বিরোধীতা করতে পারেন নাঃ মমতাজ বেগম এমপি
সিংগাইরঃবঙ্গবন্ধ শুধু একটি শব্দ নয় বঙ্গবন্ধু একটি আদর্শের নাম। বঙ্গবন্ধু শুধু এখন এই বাংলাদেশে বঙ্গবন্ধু নয় এই নাম এখন বঙ্গবন্ধুর সাথে বিশ্ববাসী যোগ করেছে বিশ্ববন্ধু। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করুন।যারা বঙ্গবন্ধুর মার্কা বুকে নিয়ে মুখে মুখে বঙ্গবন্ধুর নাম বলেন আর সময়মতো তারা বঙ্গবন্ধুর মার্কার সাথে বেঈমানী করে তারা বেঈমান মুসতাক মার্কা আওয়ামীলীগ করেন তাদের থেকে দুরে থেকে রাজনীতি করুন। বঙ্গবন্ধুর আদর্শ মেনে যারা রাজনীতি করেন তারা কখনো আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বিরোধীতা করতে পারেন না। বর্তমান প্রধানমন্ত্রী এমন একজন ব্যক্তি যার কোনো চাওয়া পাওয়া নেই তিনি রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন শুধু এই দেশের জনগণের জন্য । এই পৃথিবীতে যার আপন বলতে কেউ নেই যার পুরো পরিবারটি শহীদ হয়েছেন মা, বাবা ভাই ভাবি, ছোট ভাই শিশু রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে বিশ্বাসঘাতকদের হাতে তার পুরো পরিবার শহীদ হয়েছেন পরিবারের সবাইকে হারিয়ে তিনি এখন এই দেশের মানুষকে আপন করে বেঁচে আছেন। কথাগুলো বলেছেন মানিকগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মমতাজ বেগম।গত ২১ আগস্ট (শুক্রবার) বিকালে সিংগাইর উপজেলা হলরুমে সিংগাইর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও ২১ শে গ্রেনেড হামলার প্রতিবাদে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। সিংগাইর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ ওবায়েদুর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক রবিউল আলম উজ্জলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম রাজা চেয়ারম্যান দৌলতপুর উপজেলা পরিষদ, হাসান মতিউর রহমান , লিয়াকত হোসেন ভান্ডারী সভাপতি মানিকগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসসেবকলীগ, মোদাব্বির হোসেন খান শাহিন , এফ মাহমুদ রাজ্জাক অপু , মো. শহিদুর রহমান যুগ্ম সাধারন সম্পাদক সিংগাইর উপজেলা আওয়ামীলীগ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সিংগাইর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবজাল হোসেন, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও তালেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমজান আলী, সহ সভাপতি ও সিংগাইর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, সিংগাইর পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম খাঁন, সিংগাইর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সিংগাইর উপজেলা মহিলা লীগের অহবায়ক শারমিন আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি মো.তমিজ উদ্দিন , উপজেলা ছা্ত্রলীগের সাবেক সভাপতি মো.ইলিয়াস হোসেন লিটন, ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিংগাইর উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মো. জাহিদুল ইসলাম ভূইযা ,সায়েস্তা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আব্দুল হালিমসহ সকল ইউনিয়ন পরিষদ ও উপজেলার সকল সদস্য উপস্থিত ছিলেন।বক্তরা ১৯৭৫ সালের বঙ্গবন্ধু ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্তার মাগফেরাত কামনা করেন এবং গ্রেনেড হামলার সাথে জড়িত ব্যক্তিদের প্রতি তীব্র নিন্দা জানান।
সম্পাদনায়ঃ জয়নাল।