সাভারে চাঁদাবাজির মামলায় বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সুজনকে গ্রেফতার
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
চাঁদাবাজির মামলায় সাভারের বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যার দিকে সাভার মডেল থানায় সাইদুর রহমান সুজনসহ ৭ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি।
গ্রেফতার সাইদুর রহমান সুজন বিরুলিয়ার মৃত আসানুল্লার ছেলে,তিনি বিরুলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, আশরাফুল ইসলাম নামের এক ব্যাক্তি বিরুলিয়ার ইউনিয়নের কাকাবো এলাকায় একটি বাড়ি নির্মান করছিলেন। বাড়িটির তিন তলার নির্মান কাজ শেষে চার তলার কাজ শুরু সময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন তার দলবল নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করলে ১ লাখ টাকা তাদের প্রদান করে। পরে সন্ধ্যায় আশরাফুল ইসলাম নিজে বাদি হয়ে সাভার থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করা হয়। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।