সাভারের আশুলিয়ায় পারভেজ চেয়ারম্যানের মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
ঢাকার সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন করেছেন পাথালিয়া ইউনিয়ন বাসী। মানবন্ধন শেষ সংবাদ সম্মেলন করেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান।
শনিবার ৩ অক্টোবর ২০২০ দুপুরে নবীনগর স্মৃতিসৌধের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজিত মানববন্ধনে উপজেলার পাথালিয়া ইউনিয়ন এর কয়েকশো সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে জনসাধারণ জানায়, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ থেকে শুরু করে আমজনতার একটাই কথা একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের সম্মান রক্ষার্থে আজ রাজপথে নেমেছি। তার চরিত্রে যে কালিমা লেপন করার যে অপপ্রয়াস চলছে আমরা তা চুল পরিমান বিশ্বাস করি না। তারা বলেন পারভেজ চেয়ারম্যান যদি খারাপ মানুষ হতো তাহলে ৩ তিন বার চেয়ারম্যান নির্বাচিত হতে পারতেন না।
এসময় মানববন্ধন থেকে পাথালিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান পারভেজ দেওয়ানের বিরুদ্ধে ষড়যন্ত্র কারী এবং মিথ্যা অপপ্রচার এর প্রতিবাদ করা হয়।
পরে নবীনগর জয় রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান জানান, করোনাকালীন সময় থেকেই নয়ারহাট গণবিদ্যাপীঠ স্কুলের দুইটি কক্ষকে ত্রাণ সরবরাহের জন্য গোডাউন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষ মহল কিছু সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে ত্রাণ চুরির মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়। আমি এর তীব্র নিন্দা জানিয়ে ওইসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করি।