সাভারে আনন্দপুর এলাকায় এক পিকআপ চালককে বেধড়ক পিটিয়ে হত্যা
রফিকুল ইসলাম জিল্লুঃ
সাভারে আনোয়ার হোসেন (৩২) এক পিকআপ চালককে বেধড়ক পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
মঙ্গলবার রাতে সাভার পৌর এলাকার সিটি লেন আনন্দপুর মহল্লার এক অর্ধ তালা বিল্ডিংয়ের ছাদের উপর এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
নিহতের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁওয় সে আফাজ উদ্দিনের ছেলে।আনোয়ার পরিবার নিয়ে স্থানীয় কাউন্সিলর আয়নাল গেদুর বাসায় ভাড়া থাকতেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার পরিবারের সাথে পৌর এলাকার আনন্দপুর মহল্লায় স্থানীয় ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আয়নাল হক গেদুর বাসায় ভাড়া থেকে পিকআপ ভ্যান চালাত। বিকালে আনোয়ার নিজ কাজে বাসা থেকে বের হয়। কিন্তু রাত হলেও সে বাসায় না ফিরলে তার পরিবারের লোকজন তার মোবাইলে ফোন দিলে তা বন্ধ পায়। এরপর এলাকাবাসীর মাধ্যমে জানতে পারেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক যুবকের লাশ পড়ে আছে। এরপর সেখানে গিয়ে আনোয়ার হোসেনের লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে সেখান থেকে লাশ বাসায় নিয়ে আসেন তারা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক তৌহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, একদল দুর্বৃত্ত পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করেছে।তাঁর চোখের নিচে ও হাতের আঙুলে আঘাতের চিহ্ন রয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক তৌহিদুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগে ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। কি কারণে এ হত্যাকান্ডটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।