যুবলীগকে মডেল সংগঠন করা হবে আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সুমন
সত্যেরসংবাদ ডেক্সঃ
যুবলীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়ে সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, যুবলীগকে মডেল সংগঠন করতে কাজ করবেন তিনি।
শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির যে তালিকা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন, তাতে সুমনেরও নাম আছে।
সুমন বলেন, ‘সকলের কাছে দোয়া চাই। বাংলাদেশ আওয়ামী যুবলীগকে কীভাবে একটি মডেল সংগঠনে পরিণত করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাব।’
২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন সুমন।
যুবলীগের নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকায় পদ পাওয়ায় আনন্দিত সুমন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই দায়িত্বকে তিনি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।‘আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে, আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন সম্পাদক পদে দেয়া হয়েছে। আমি মনে করি এইটা আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ।’
কী ভূমিকা পালন করতে চান, সেটিও তুলে ধরেন এই আইনজীবী। বলেন, ‘বাংলাদেশ যুবলীগকে আইনগত দিক থেকে আমি সহায়তা করার চেষ্টা করব।’
এই পদ আলাদা কোনো সুবিধার বিষয় নয় উল্লেখ করে সুমন বলেন, ‘আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুব লীগের সভাপতি ফজলে সামস পরশের সম্মান রক্ষার দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে।’
যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সুুুমন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পীরবাজার গ্রামে জন্ম সুমনের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জনের পর ২০০৮ সালে তিনি লন্ডনে বার অ্যাট ল পড়া শুরু করেন। ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জনের পর তিনি দেশে ফিরে আসেন।
বাংলাদেশের বেশ কিছু আলোচিত মামলায় সুমন আইনজীবী হিসেবে সম্পৃক্ত হয়ে দৃষ্টি আকর্ষণ করেন। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তিনি আইনজীবী ছিলেন। ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সুমন আইনি সহায়তা দেন।
ফেসবুক লাইভের মাধ্যমে সুমন উল্লেখযোগ্য সাড়া জাগাতে সক্ষম হয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে চুনারুঘাট এলাকায় তিনি ছড়া-খালের উপর ২১টি সেতু নির্মাণ করেন। এছাড়াও সুমন নিজ এলাকায় ৪০টি রাস্তা তৈরিতে ভূমিকা পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সাথে জরিত রয়েছেন।