নিথর দেহঃ সাভারে জামসিং এলাকায় দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারে দিনে দুপুরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ জামসিং মহল্লায় এ হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত যুবকের নাম মিলন (২১) তিনি সাভার পৌর এলাকার ১নং ওয়ার্ডের দক্ষিণ জামসিং মহল্লার ফজলুল হকের ছেলে। মিলন একটি স্কুলের ছাত্র হলেও বর্তমানে দিন মজুরের কাজ করতো বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বাবা ফজলুল হক বলেন, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় মিলন বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতো।
গত দুই দিন ধরে বাড়ির পাশে মহির নামের এক ব্যক্তির মালিকানাধীন শুকিয়ে যাওয়া একটি পুকুরের চারপাশে বাঁশ দিয়ে বেড়া দেওয়ার কাজ করছিলো। বৃহস্পতিবার দুপুর ১১টার সে কাজে বের হয়। সেখানে জমির মালিক মহিরের সঙ্গে সে বেড়া দিচ্ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে,সে ঐ ঘটনাস্থলে যায় এবং নিথর দেহ পরে থাকতে দেখে।
এলাকাবাসীরা জানায়, দুপুরে পুকুরের পাশে মিলনের রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ দেখে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। এসময় জমির মালিক মহির আলীর ছেলে ইমনকে (১৮) ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন অনেকেই। খবর পেয়ে পুলিশ মিলনের মরদেহটি উদ্ধার করলেও ঘটনার পর থেকে পলাতক ইমনকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মিলনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত পূর্বক হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।