বাবুনগরী-মামুনুল-ফয়জুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
ভাস্কর্যবিরোধী প্রচারের অভিযোগে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীসহ ৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। সোমবার সকালে সাড়ে ১০ টার দিকে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চ।
এই মামলায় আসামীরা হলেন- হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফয়জুল করিম।
মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন জানান, ‘বাবুনগরী বলেছেন মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে। এর অর্থ হচ্ছে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। বাংলাদেশের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাষ্ট্রের প্রচলিত আইনকে তিনি অসন্মান করেছেন। এ কারণে এই তিনজন ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে।
আইনজীবী প্রিন্স বলেন, ‘আরও কিছু ডকুমেন্টের প্রয়োজন আছে। আমরা সেই ডকুমেন্টগুলো মামলার সঙ্গে সংশ্লিষ্ট। মামলার আসামির সংখ্যাও বৃদ্ধি পাবে।