আজ ০৯ ডিসেম্বর “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস”
দুর্নীতি যেহেতু সোনার বাংলা বিনির্মাণে প্রধান অন্তরায়; তাই এই দিবসটির মাধ্যমে আমজনতা সচেতনতা, দায়িত্ববোধ সর্বোপরি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার চেতনায় নতুন মাত্রা যুক্ত হয়।
তাই বাংলাদেশের প্রেক্ষাপটে এই দিবসটি অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ।
বিগত বছরগুলোতে ৯ ই ডিসেম্বর “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস” দুর্নীতি দমন কমিশন কেন্দ্রীয়ভাবে এবং মাঠ পর্যায়ে মহানগর জেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সম্পৃক্ত করে, ভাবগাম্ভীর্যের সাথে নানা আয়োজনে, মহানগর, জেলা, উপজেলায় প্রশাসনসহ সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে দিবসটি পালিত হয়ে থাকে।
এ বছর সারা পৃথিবীর মতো আমাদের দেশও করোনা ভাইরাস কোভিড-১৯ এর প্রাদুর্ভাব থাকার কারণে স্বাস্থ্যবিধির বিষয় গুরুত্ব দিয়ে মানুষের নিরাপত্তার স্বার্থে মাঠ পর্যায় এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা সম্ভব হয়নি। দুর্নীতি দমন কমিশন মানুষের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তুলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি দমনে প্রতিকার ও প্রতিরোধে নিরলসভাবে ইতিবাচক ভূমিকা রাখছেন।
সারা দেশের মানুষ যদি দুর্নীতি বাজদের ঘৃণা করতে শেখে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলতে সাহসী হন এবং তরুণ প্রজন্ম অর্থাৎ ছাত্র-ছাত্রী ভাই-বোনেরা শিক্ষা জীবন থেকেই দেশপ্রেম, দুর্নীতি বিরোধী মনোভাবে বেড়ে উঠে তাহলে বাঙালী জাতি যেমন ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। তেমনি দুর্নীতির বিরুদ্ধে ফলপ্রসু দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব।
উল্লেখ্য যে, জাতীসংঘ ২০০৩ সালের ০৯ ডিসেম্বরকে “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস” হিসেবে ঘোষনা করে। ২০০৭ সাল থেকে দুর্নীতি দমন কমিশন এই দিবসটি পালন করা শুরু করে। পরবর্তীতে ২০১৬ সালে দুর্নীতি দমন কশিনের অনুরোধে মন্ত্রী পরিষদ বিভাগ ২০১৭ সালে “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস” সরকারীভাবে ঘোষনা করেন।
এই দিবসটিতে যদি আমরা অন্তর থেকে দেশপ্রেমের শপথ গ্রহণ করতে পারি তবে আমাদের প্রিয় জন্মভূমি থেকে বিদেশে অর্থ পাচার, রাজস্ব ফাঁকি, সরকারী সম্পদ দখল ও আত্মসাৎ সহ সকল প্রকার ঘুষ, অনিয়ম ও দুর্নীতির মত ঘৃণ্য কাজ বন্ধ করতে পারি তবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ অবশ্যই সম্ভব।
দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করবে, মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা শতভাগ নিশ্চিত হবে। পৃথিবীতে বাংলাদেশের লাল সবুজের পতাকা উচ্চ আসনে অধিষ্ঠিত হতে সক্ষম হবে।
তাই আসুন দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই একতাবদ্ধ হই।
মোঃ সালাহ্উদ্দিন খান নঈম
(জাতীয় পদক প্রাপ্ত শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী)
সাধারণ সম্পাদক: উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সাভার।