স্মৃতিসৌধে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ সামরিক বাহিনীর সদস্যদের মহড়া
করোনার মহান বিজয় দিবস সমাগত। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সবাই সমবেত হবেন সাভারের নবীনগরের জাতীয় স্মৃতিসৌধে। এজন্য জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত। দিবসটির প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের উদ্দেশে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সামরিক বাহিনীর সচিব । রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিশিষ্ট জনেরা। এরপরই সর্বস্তরের মানুষের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে যাবে শহীদ বেদী। মহান বিজয় দিবসকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধে ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিনের নেতৃত্বে ও তত্ত্বাবধানে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়ছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ সামরিক বাহিনীর সদস্যরা তাদের চূড়ান্ত মহড়া ইতিমধ্যে শেষ করেছেন।
১৫ ডিসেম্বর পর্যন্ত সাধারন দর্শনার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে কর্তৃপক্ষের।