সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানার সহধর্মিনী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোা: সোহেল রানার সহধর্মিনী নিপা আক্তার করোনা ভাইরাস আক্রান্ত হয়ে রবিবার (১৩) ডিসেম্বর রাতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজীউন। এর আগে তিনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভোগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৫)। মৃত্যুকালে তিনি স্বামী ও মেয়েসহ বহুগুণ গ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায় নেমে আসে। সাভার প্রেসমিডিয়া কল্যান সমিতির পক্ষে তার মাগফেরাত কামনাসহ পরিবারের প্রতি সমাবেদনা রইল।
পূর্বের ধারনকৃত একটি সাক্ষাতকার প্রচার দেখুন...
https://youtu.be/tyfnEpmEvqc